রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে মাদকসহ আটক করেছে র্যাব। রবিবার রাতে র্যাব-৫ এর একটি দল মতিহার থানার ভাটাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। তার নাম মোহাম্মদ সোহেল বাবু (৩৫)। আটকের সময় তার কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। র্যাব জানায়, সোহেল বাবু চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি।
তিনি দীর্ঘদিন ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তিনি গ্রেপ্তার হন। তখন অস্ত্র আইনে একটি মামলা হয়। চলতি বছরের এপ্রিলে ওই মামলায় রাজশাহীর একটি আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।