মানিকগঞ্জ পৌর এলাকায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের দায়ে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি যশোর সদর উপজেলায়। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে ধর্ষণের ঘটনা ঘটে।