টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। চার জেলায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে গতকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেছে মা-ছেলেসহ তিনজনের। নিহতরা হলেন জামালপুর জেলার মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবণ (১৬)। অন্য নারীর পরিচয় জানা যায়নি। ওসি জানান, ঢাকা থেকে আসা জামালপুরগামী মাহী পরিবহনের যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। ময়মনসিংহ : গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ইকবাল হোসাইন এবং ওয়াসিম নামে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে শুকলাল দাস (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দিনাজপুর : বীরগঞ্জে যাত্রীবাহী বিআরটিসি বাস উল্টে সুকুরমার রায় (৪৫) নামে বাসের সহযোগী মারা গেছেন। ভাঙ্গা : ফরিদপুরে ভাঙ্গায় মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ মোল্লার (১৮) মৃত্যু হয়েছে।