কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে খোকন মিয়া (৫৫) নামে বিএনপির এক নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছেন। গতকাল সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। গ্রেপ্তার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
ওসি মহিনুল জানান, অভিযান শেষে গ্রেপ্তার আসামি ও অস্ত্র কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।