পঞ্চগড়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করে দিল প্রশাসন। দীর্ঘদিন ওই জমি অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিলেন তিন ভাই। গতকাল সদর উপজেলার জামাদারপাড়া গ্রামে এই খাস জমি উদ্ধার করে সদর উপজেলা ভূমি অফিস। সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি জানান, এ জমি মসজিদের নামে রের্কডভুক্ত।