আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার লাকী আক্তার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে ও আমির হোসেনের স্ত্রী। পুলিশ জানায়, অভিযানের সময় পালানোর চেষ্টা করলে লাকী আক্তারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি পকেট টিস্যুর প্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।