রাঙামাটির সীমান্ত সড়কে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল, রাজবাড়ী, ঝিনাইদহ, টাঙ্গাইল ও কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন করে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
রাঙামাটি : বাঘাইছড়ির সীমান্ত সড়কে ট্রাক উল্টে প্রাণ গেছে তিনজন শ্রমিকের। আহত হয়েছেন আরও তিনজন। বাঘাইছড়ি উপজেলার অর্যুপুর এলাকার সীমান্ত সড়কে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদো (৩৫)। আহত সুমন চাকমা (২৭), সোহেল চাকমা (৩২) ও দোলনেইয়ে চাকমা (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম : সীতাকুণ্ড উপজেলার কলাবাড়িয়া এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মারা গেছেন আবুল হোসেন (৭৫) এক বৃদ্ধ। এ সময় আহত হয়েছেন আরও দুই পথচারী। আবুল হোসেন উপজেলার পূর্ব লালানগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বরিশাল : গৌরনদীতে প্রাইভেট কার ও থ্রি-হুইলার সংঘর্ষে মর্জিনা বেগম (৫২) এক নারী মারা গেছেন। রাজবাড়ী : পাংশায় গতকাল ভোরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম জয় শেখ (১৫)। ঝিনাইদহ : কালীগঞ্জে পাওয়ার টিলার-ভ্যান সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
টাঙ্গাইল : ঘাটাইলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছেন মিজানুর রহমান (৩০) নামে এক স্কুলশিক্ষক। লাকসাম : কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস উল্টে আবদুস ছালাম (৬৫) এক যাত্রী মারা গেছেন।