গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় একটি সমবায় সমিতিতে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ১০ জনকে আটক করে পুলিশে দিয়েছিলেন স্থানীয়রা। তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ না করায় থানা থেকেই রবিবার রাত ১১টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, বাদীর পক্ষ থেকে অভিযোগ না থাকায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
বাদী এসে তার কোনো অভিযোগ নেই জানালে রাত সাড়ে ১১টার দিকে ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। লিখিত আপসনামায় ‘সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে’-এর পরিচালক এ কে এম মহিবুল আলম স্বীকার করেন, ঘটনাটি ছিল ভুল বোঝাবুঝি।