চুয়াডাঙ্গা, নাটোর ও নেত্রকোনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের তিনজন গ্রেপ্তার হয়েছেন। প্রতিনিধিদের খবর- চুয়াডাঙ্গা : দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজাকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে ভারতে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাটোর : সিংড়ায় শোভন আহমেদ সাদ্দাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের চাঁদপুর মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা : মডেল থানার পুলিশ ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে। শনিবার রাতে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।