পুতিনের সঙ্গে সরাসরি না বসা পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনা ফলপ্রসু হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা?
এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখুন, পুতিন আর আমি একসঙ্গে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না।”
তিনি বলেন, “আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি (পুতিন) যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসঙ্গে হই। আপনি পছন্দ করুন বা না করুন। কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ