দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেলকে আটক করেছে পুলিশ। ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় এলাকায় বাড়ি থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।