গত সপ্তাহে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সংঘাতের পর বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত।
ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরের একটি ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে সিং বলেন, আমি বিশ্বের কাছে এই প্রশ্নটি উত্থাপন করতে চেয়েছিলাম একটি দুর্বৃত্ত এবং দায়িত্বজ্ঞানহীন জাতির হাতে পারমাণবিক অস্ত্র কি নিরাপদ?
রাজনাথ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার কথা উল্লেখ করে বলেন, আমি বিশ্বাস করি যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আইএইএ'র নজরদারিতে আনা উচিত। আমি এটা খুব স্পষ্টভাবে বলতে চাই। রাজনাথ বলেন, পুরো বিশ্ব দেখেছে কিভাবে পাকিস্তান দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে একাধিকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছে।
সংঘাতের সময় পাকিস্তান বারবার বলেছিল যে পারমাণবিক বিকল্পটি আলোচনার টেবিলে নেই।
রাজনাথ সিংয়ের মন্তব্য এমন সময় এলো যখন পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বীরা শনিবার যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে প্রায় তিন দশকের মধ্যে তাদের সবচেয়ে খারাপ সামরিক সংঘাতের অবসান ঘটিয়েছে।
এই সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছে যে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হতে পারে। গত বুধবার ভারত পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো হিসেবে বর্ণনা করা হামলার সময় এই লড়াই শুরু হয়।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল