বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে- এটা তারা নিশ্চিত হয়ে গেছে। গতকাল বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে। নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। গত ১৭ বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি।
বিএনপির এ নেতা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগলিক অখণ্ডতা আজ হুমকির মুখে। তিনি আরও বলেন, যারা সুযোগ সন্ধানী, যারা রাজপথে ছিল না, মিটিং-মিছিলে ছিল না। তারাই বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। তাদের বিএনপির সদস্য করা যাবে না। আওয়ামী লীগের লোকজন তো নয়ই। এখন পুলিশ যেসব আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে তাদের ছাড়ানোর চেষ্টা করছে বিএনপির নামধারীরা। মনে রাখতে হবে রাজপথে আমাদের কেউ ছাড় দেয়নি। এমন কোনো পুরাতন নেতা-কর্মী নেই, যারা জেল খাটেননি, হামলার শিকার হননি। তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, এ সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা হচ্ছে না। কোন মিডিয়ায় এ সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারছে না। আওয়ামী লীগের সময়ও লিখতে পারত না। শুধু আওয়ামী লীগই নয়, এখন বিএনপির শত্রু সবাই। কারণ বিএনপি ক্ষমতায় আসবে। অন্য দলও নিশ্চিত হয়েছে, এ সরকারও নিশ্চিত। তাই নির্বাচন দেওয়ার কথা বলা যাবে না। আমরা গত ১৭ বছর আন্দোলন করেছি। আমরা আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করেছি। তখন হঠাৎ করে এসেই আওয়ামী লীগকে পতন করে দিছে। আওয়ামী লীগের কিন্তু একদিনে পতন হয়নি।