গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া মেনে নিতে অতিসত্বর আলোচনায় বসুন। ঐক্য ও সমঝোতার পথ খোলা থাকুক।'
আজ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
এদিকে, গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কালো দিবস ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
সেই সঙ্গে তিনি জানান, আজ শুক্রবার সকাল ১০টায় সমাবেশ করবেন সাবেক-বর্তমান সকল শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণঅনশনে বসবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ