রংপুরের বদরগঞ্জে উর্মিলা বানু (৬২) নামে এক নারীর অর্ধগলিত লাশ নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দুুপুরে পৌর শহরের মাস্টারপাড়া মহল্লা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ৫/৭ দিন আগে ওই নারী মৃত্যুবরণ করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, কুড়ি বছর আগে উর্মিলা বানুর সাথে স্বামী তোজাম্মেল হকের ছাড়াছাড়ি হওয়ার পর থেকে একমাত্র ছেলে সন্তান আনোয়ারুল হককে নিয়ে পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় বাসায় থাকতেন তিনি। ছেলে আনোয়ারুল হক বর্তমানে ঢাকার একটি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন। উর্মিলা বানু বাসায় একাই থাকতেন। সকালে এলাকাবাসী তার (উর্মিলা বানু) বাসার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তীব্র গন্ধ অনুভূত হলে বদরগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার শয়ন কক্ষ থেকে উর্মিলা বানুর অর্ধগলিশ লাশ উদ্ধার করে।
বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান নিজ শয়ন কক্ষ থেকে অর্ধগলিত নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী ৫/৭ দিন আগে মারা গেছেন। তার ছেলে ঢাকা থেকে আসছেন। অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন