কোন টাকা খরচ না করেই ফরিদপুরে এবার পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেলেন ২৭ জন নারী, পুরুষ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ফরিদপুর জেলা থেকে আবেদন করেন ১১শ ৮ জন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩৬০ জন প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়। গত ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ৩৫৩ জন। এরমধ্যে ৯১ জন পাশ করে। যার মধ্যে নারী ১৪ জন ও পুরুষ ৭৭। বুধবার দিনভর ভাইভাসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে ২৬ জন পুরুষ ও ১ জন নারী কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন। নাম প্রকাশ না করে নির্বাচিত কয়েকজন জানান, এবার তারা মাত্র ২০ টাকা খরচ করেই চাকুরি পেয়েছেন। এজন্য তারা পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান।
পরীক্ষায় একমাত্র নারী হিসাবে নির্বাচিত হন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের সেক জামালের মেয়ে বিছমি আক্তার। দিনমজুর সেক জামাল জানান, আমি কোনদিন ভাবিনি টাকা ছাড়া চাকুরি হবে। আজ সত্যিই আমার মেয়ে টাকা ও তদবির ছাড়া চাকুরি পেলো।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল জানান, শতভাগ স্বচ্ছতা ও নিয়মানুযায়ী ১২০ টাকা খরচ করে চাকুরি দেওয়া হয়েছে। যারা চাকুরি পেয়েছেন তারা তাদের যোগ্যতা বলেই পেয়েছেন।
বিডি প্রতিদিন/এএ