গাইবান্ধার সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার কামালেরপাড়ায় গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পশ্চিম কামালেরপাড়ার মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) তার চাচা আফজাল হোসেন (৬৩) ও প্রতিবেশী একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২৫)। সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মিলন মিয়া তার বসতঘরের চালার ওপরে জমা হওয়া গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেক ঘরের টিনের চালায় পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন চাচা আফজাল হোসেন। চাচা-ভাতিজাকে উদ্ধার করতে গেলে স্পৃষ্ট হন প্রতিবেশী মোশারফ।