ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের পর টাকা না পেয়ে বাবাকে মারধরের ঘটনা ঘটিয়েছে মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শাহপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. রাব্বি (২১) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বৃহস্পতিবার বাড়িতে মাদক সেবন শেষে তার বাবা জয়নাল আবেদীনের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে এবং একপর্যায়ে নিজের বাবাকে মারধর করে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানাজানি হলে- তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী মো. রাব্বিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, মাদকাসক্ত ছেলে নেশার টাকার জন্য তার বাবাকে মারধর ও লাঞ্ছিত করেছে। ঘটনাস্থলে পৌঁছলে পরিবারের লোকজন তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন। পরে যুবক আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
বিডি-প্রতিদিন/শআ