গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কালো দিবস ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
সেই সঙ্গে তিনি জানান, আজ সকাল ১০টায় সমাবেশ করবেন সাবেক-বর্তমান সকল শিক্ষার্থী। জুমার নামাজের পরে গণঅনশনে বসবেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আমরা কাল (আজ শুক্রবার) থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেব সিআর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য, যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে (আজ শুক্রবার) আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে।
তিনি আরও বলেন, আমরা সকাল ১০টায় সাবেক বর্তমান সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে এখানে জড়ো হব। এখান থেকে এভাবে ফেরত যাব না।
অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কী দেওয়া যায়?
বিডি প্রতিদিন/জুনাইদ