তিন দফা দাবিতে টানা ৩৩ ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখী কাকরাইল মসজিদের মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন দফা দাবিতে আন্দোলন করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কিছুক্ষণ পরপর তিন দফা দাবিতে স্লোগান দিচ্ছেন। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে উপস্থিত হয়েছেন সাবেক শিক্ষার্থীরাও।
সরেজমিন ঘুরে আরও দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সড়কে আলাদা আলাদা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়া সকাল থেকে একটানা সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সাথে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
উপদেষ্টা এবং সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরত ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, আমরা টানা আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোনো ফলপ্রসূ ফলাফল দেখছি না।
আন্দোলনের বিষয়ে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন বলেন, আমরা টানা ৩৩ ঘণ্টা এখানে অবস্থান করার পরেও সরকারের পক্ষ থেকে কেউ দাবিগুলো মেনে নেবে তো দূরের কথা- আমাদের দেখতেও আসল না। সরকারের কাছে আমার প্রশ্ন, সরকার কেন নির্লিপ্ত আমাদের নিয়ে? ঢাবির কিছু হলে সবাই দৌড়ে ছুটে যায়, তাহলে এখানে আসতে সমস্যা কোথায়?
তিনি আরও বলেন, আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের সাথে নিয়ে এখানেই অবস্থান করবো। এক্ষেত্রে আমাদের কোনো শিক্ষক-শিক্ষার্থী কিংবা কারো জানমালের ক্ষতি হলে দায়ভার সম্পূর্ণ রাষ্ট্রকেই নিতে হবে।
বিডি প্রতিদিন/এমআই