রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গতকাল থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকলেও হাজির হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আসেননি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৈঠকে আসেননি। রাশিয়ার প্রতিনিধিত্ব করার জন্য বৈঠকে যোগ দিয়েছেন পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কির নেতৃত্বে একটি দল। সূত্র : রয়টার্স, বিবিসি।
এর আগেই ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বান সত্ত্বেও দেশটিতে চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত শান্তি আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রেসিডেন্ট পুতিনের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এ শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। জানা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারায় অবতরণের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পরে বৈঠকে জেলেনস্কিসহ অংশ নেন রুশ প্রতিনিধিদল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি প্রতিনিধিদলও।
এর আগের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার কাতারে এক বক্তব্যে বলেন, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, যদি কিছু হয়, আমি শুক্রবারই যাব-যদি তা উপযুক্ত হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্বকে সাহায্য করতে পারি। তাই আমরা মনে করি, রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভালো কিছু করতে পারব।’