চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সেবা দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ। যন্ত্রপাতি নষ্ট ও অভিজ্ঞ চিকিৎসকসংকটের কারণে এ সেবা বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীরা এ সেবা থেকে বঞ্চিত। তাদের একমাত্র ভরসা এখন হাই ডিপেনডেনসি ইউনিট (এইচডিইউ), যা গুরুতর রোগীদের জন্য যথেষ্ট নয়। হাসপাতাল সূত্র জানান, আইসিইউ শয্যার জন্য ২২টি ভেনটিলেটর রয়েছে। এর ২০টি নষ্ট। বাকি দুটি সচল থাকলেও কর্মক্ষমতা কমে গেছে। এ কারণে প্রতিটি ভেনটিলেটর ২৪ ঘণ্টা পরপর পরিবর্তন করতে হয়। ৩৩টি বাইপ্যাপ মেশিন থাকলেও ২৮টি অকার্যকর। ৩৯টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলার মধ্যে ৩৬টি অচল। নেই কোনো সিনিয়র কনসালট্যান্ট। দুজন জুনিয়র কনসালট্যান্ট আছেন। এদের আবার ছুটতে হয় অন্য বিভাগে। রয়েছেন একজন মেডিকেল অফিসার। আইসিইউ সচল না থাকায় মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয় এইচডিইউতে।
এ পরিস্থিতি উত্তরণের জন্য সবশেষ ২৬ এপ্রিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ৬ এপ্রিল, ২৭ মার্চ, ২৩ ফেব্রুয়ারি এবং গত বছরের ১৭ নভেম্বরেও চিঠি পাঠানো হয়। এর অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, লাইন ডিরেক্টর, বিভাগীয় পরিচালকসহ বেশ কিছু দপ্তরের দায়িত্বশীল বরাবর পাঠানো হয়।
হাসপাতালের আইসিইউ বিভাগের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, ‘প্রয়োজনীয় যন্ত্রের অভাবে আইসিইউ ব্যবহার করা যাচ্ছে না। তবে জনবলই এখন আইসিইউ বিভাগের প্রধান সমস্যা। অন্তত ১০ জন মেডিকেল অফিসার প্রয়োজন।’
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নান বলেন, ‘মানসম্পন্ন চিকিৎসাসেবায় প্রয়োজনীয় জনবল দরকার। আইসিইউ বিভাগের যন্ত্রগুলোর বেশির ভাগের মেয়াদ শেষ, কিছু মেরামতযোগ্য। এসব ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সম্প্রতি ঢাকা থেকে একটি দল এসে আইসিইউ বিভাগ পরিদর্শন করে গেলেও সমস্যার সমাধান হয়নি।’