নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার অভিযোগে কক্সবাজারের কুতুবদিয়ায় ৪১ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় দুটি নৌকাসহ ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুচলেকা নিয়ে নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।
কুতুবদিয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, বৃহস্পতিবার রাতে কুতুবদিয়ার কাছে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪১ জেলেসহ দুটি নৌকা জব্দ করে। এ সময় নৌকা থেকে প্রায় ২০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে বড়ঘোপ জেটিঘাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন নৌকা দুটিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে নিষেধাজ্ঞা সময়ে সাগরে মাছ ধরবে না বলে মুচলেকা নিয়ে নৌকা দুটি ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া জব্দকৃত ২০০ কেজি মাছ এতিমখানা মাদরাসায় বিতরণ করা হয়।