বিশ্বনাথে বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। সিলেট আদালতে গতকাল তাকে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ভুক্তভোগীর বাবার করা মামলায় রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।