সিএনজিচালিত প্রতিটি অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা আদায় বন্ধে পোস্তগোলা ব্রিজ এলাকায় গতকাল অবরোধ করেন চালকরা। এতে ওই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩ ঘণ্টা অচল ছিল ঢাকা-মাওয়া মহাসড়ক। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।