ভাঙ্গায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন মোল্লাকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার গভীর রাতে নরসিংদী থেকে র্যাব-১১ দলের সদস্যরা তাকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল দুপুরে প্রতিবেশী দাদার বাড়ি নতুন ধানের পায়েস (শিন্নি) দিতে গিয়ে ১২ বছরের নাতনি দাদা কর্তৃক ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় গত (৯ এপ্রিল) বুধবার রাতে শিশুর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় দাদা দেলোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ভাঙ্গায় ধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন মোল্লাকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম