দীর্ঘ তিন দশক (৩০ বছর) বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পাবলিক লাইব্রেরি। মঙ্গলবার লাইব্রেরি ভবন পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ফয়সল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন, মোগড়া ইউপির প্রশাসক এম এইচ মামুন ভূঁইয়া প্রমুখ।
ইউএনও বলেন, ৩০ বছর লাইব্রেরিটি বন্ধ ছিল। আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লাইব্রেরিটি হবে উপজেলার জ্ঞানভিত্তিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। এখানে শুধু বই পড়ার সুবিধাই রাখছি নয়, গড়ে তুলছি একটি আধুনিক ডিজিটাল লার্নিং সেন্টার। স্থানীয় দেবগ্রাম স্কুলের শিক্ষার্থী ফায়সাল জানায়, আমরা দীর্ঘদিন একটি পাবলিক লাইব্রেরির অপেক্ষা করছিলাম। এখানে এসে পড়াশোনা করতে পারব ভেবে খুব ভালো লাগছে। উপজেলা প্রকৌশলী ও লাইব্রেরি কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম সুমন জানান, ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হবে।