দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুষ্টিয়া : মোটরসাইকেলে পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় স্ত্রী ও সন্তান নিহত হয়েছে। এতে আহত হয়েছে মোটরসাইকেল চালক। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কুষ্টিয়া শহরের আবদুল কাদেরের স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ ইব্রাহিম (৩)। বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলা রফিকুল ইসলাম (৪৫) ও সারিয়াকান্দির জসিম উদ্দিনের স্ত্রী বকুল বানু (৮০)। গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার হোতাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর আবদুর রাজ্জাক ওরফে রাজু (২৮) ও কুড়িগ্রামের জিয়ারুল হক (৪৫)। কুমিল্লা : মার্কেট থেকে নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল হোমনা-বাঞ্ছারামপুর ফুটওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে। দিনাজপুর : দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলায় মোটরসাইকেল ও বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবদুল করিম (৫০) নামে এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাহারোলের এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন। মুন্সিগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে বিকল ট্রাকের চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মাওয়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।