পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নান উৎসব শুরু হয়েছে। গতকাল থেকে উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে এ স্নান শুরু করেছে। সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দুর্বাঘাস, হরীতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। পুণ্যার্থীরা পরলোকগত পিতামাতার জন্য প্রার্থনা করেন। এ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা বসেছে। স্থানীয় মন্দির কমিটি এ মেলার আয়োজন করে।
মেলা কমিটির আহ্বায়ক ও জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অন্নপ্রসাদ বর্মণ বলেন, মুসলিম সম্প্রদায়ের এখন সিয়াম সাধনার মাস। আর সনাতন ধর্মাবলম্বীদের চলছে বারুণী পুণ্য স্নান উৎসব। আমরা একসঙ্গে ধর্ম উদযাপন করছি। জেলা প্রশাসক সাবেত আলী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারে, পুণ্য স্নান করতে পারে এজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।