জয়পুরহাটে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আর্থিক সহায়তার চেক ও জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে জেলা প্রশাসন এবং জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগ। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। ৪ শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে, আহত ৮৬ জনের এ-ক্যাটাগরির চারজনের প্রত্যেককে ৩০ হাজার টাকা, বি-ক্যাটাগরির দুজনের প্রত্যেককে ২৫ হাজার টাকা ও সি-ক্যাটাগরির ৮০ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা ও পাঁচবিবির বাগজানা এলাকার আহত যোদ্ধা রতন চৌধুরীকে একটি ল্যাপটপ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আহতদের ৭৭টি জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড দেওয়া হয়। পুলিশ সপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন আল মামুন, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতের পরিবার এ সময় উপস্থিত ছিলেন।