হবিগঞ্জে মধ্যরাতে ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে কাস্টমস কর্মকর্তা শামীম আল মামুনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১২টায় শহরের ঘাটিয়াবাজার এলাকার ‘এসডি প্লাজা’ থেকে তাকে উদ্ধার করে সদর থানা পুলিশ। মামুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক। এসডি প্লাজা মালিক শুভ দাশ জানান, শামীম আল মামুন এক সপ্তাহ আগে তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে একা গিয়ে কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর বিভিন্ন ধারায় মামলার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চান। সেদিন টাকা দেওয়া হয়নি। সোমবার রাতে আরেক দফায় এসে ঘুষের টাকার জন্য চাপ দেন তিনি। এ সময় আশপাশের লোকজন তাকে ঘেরাও করেন।