কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় বাড়ির পাশে একটি খালের পানিতে পড়ে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলো- কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই-বোন। নিহতদের পরিবার জানায়, রবিবার দুপুরে আতিকুর রহমান তার দাদার সঙ্গে ফুপুর বাড়িতে বেড়াতে আসে। সেখানে ফুপাতো বোন রিয়ার সঙ্গে বাড়ির বাইরে খালপাড়ে খেলতে বের হয়। একপর্যায়ে খালের পানিতে পড়ে দুজনেই মারা যায়। পরে সন্ধ্যার পর খালে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করে বাড়ির লোকজন। কচাকাটা থানার ওসি নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।