যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী ও শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে ভাটপিয়ারীতে শতাধিক একর ফসলি জমি ও শাহজাদপুরে শতাধিক একর জমি, বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া ভাঙনের মুখে রয়েছে মাদরাসা, হাইস্কুল ও প্রাইমারি স্কুলসহ ধর্মীয় প্রতিষ্ঠান। বর্ষা মৌসুমের আগেই নদীভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছে যমুনাপাড়ের মানুষ। সরেজমিন দেখা যায়, যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে ভাটপিয়ারী পয়েন্টে কয়েক শ মিটার এলাকাজুড়ে তীব্র ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। ফসলসহ জমি বিলীন হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া না হলে পুরো এলাকা বিলীন হওয়ার শঙ্কা করছেন তারা। স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ ও আমজাদ হোসেন জানান, আগেই ভাটপিয়ারী গ্রামের একটি বড় অংশ নদীগর্ভে চলে গেছে। ঘরবাড়ি-জমিজমা হারিয়ে এখানকার মানুষ বাধ্য হয়ে ওয়াপদাবাঁধে আশ্রয় নিয়ে দিনাতিপাত করছে। যেটুকু ফসলি জমি রয়েছে সেখানেও এক সপ্তাহ ধরে তীব্র ভাঙন শুরু হয়েছে। শেষ সম্বলটুকু নদীগর্ভে চলে গেলে কৃষকদের না খেয়ে থাকতে হবে। স্থানীয় সুইট জানান, ভাঙনরোধে ব্যবস্থা না নিলে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারী, শিমলা, পাঁচঠাকুরীসহ বেশ কয়েকটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরঠুটিয়া, সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, কুড়শি, বারপাখিয়া, বড় চামতারা, বানতিয়ার, গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া ও মোহনপুর গ্রামে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায় ভাঙন চলছে। এর কাছেই স্থায়ী বাঁধ রয়েছে। বাঁধের সামনের চরটায় মূলত ভাঙছে। আমরা অবজারভেশন করছি। তিন-চার মাস ধরে নদী সেখানে আঘাত করছে সেই জায়গায় ক্ষতি হয়েছে। জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আর শাহজাদপুরের চরাঞ্চল ভাঙছে। সেখানে ভাঙনরোধে কোনো প্রকল্প গ্রহণ করা সম্ভব নয়।
শিরোনাম
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
- বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
- সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : নবীউল্লাহ নবী
- ইসির ৭১ কর্মকর্তা বদলি
- এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন, একমত সব দল
- ৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা
- পুলিশ ক্লিয়ারেন্স পেতে ঘুষ দাবির অভিযোগ, কনস্টেবল ক্লোজড
- সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- কচুরিপানার চাপে ভেঙে গেল বাঁশের সেতু, দুর্ভোগে হাজারো মানুষ
- কুমিল্লা অঞ্চলে খালি দেড় লাখ আসন, বন্ধ হতে পারে অনেক কলেজ
- হবিগঞ্জের সাবেক ডিসি-এডিসি ও দুই এসিল্যান্ডের কারাদণ্ড
- ভারতীয় ফুটবল ফেডারেশনকে জাভির নাম ভাঙিয়ে প্রাঙ্ক, স্বীকারোক্তি ছাত্রের
- জবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
- বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজন ৭ দিনের রিমান্ডে
- বগুড়ায় ৮১০টি বার্মিজ চাকু উদ্ধার
- কটিয়াদীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন
- গেইলকে ছাড়িয়ে নতুন মাইলফলক পাওয়েলের
- স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
- যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্মেলনে ডাক পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নাবিল
ভাঙছে নদী বিলীন ফসলি জমি
আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর