গাজীপুরের টঙ্গীতে পুকুর থেকে শফিকুল ইসলাম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি মাজার এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিকুল শেরপুরের নালিতাবাড়ি থানার কৃষ্ণ ডেভিচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। পুলিশ জানায়, শফিকুল পরিবারের সঙ্গে গোপালপুর মাজার এলাকায় ভাড়া বাসায় থাকত। সোমবার রাতে সে নিখোঁজ হয়। পরে গতকাল ভোরে ওই এলাকার একটি পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।