চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল চাঁদপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা ও মেডিকেল শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তৃতা করেন- সাগর হোসেন, তামিম খান, ইকবাল হোসেন পাটোয়ারী, কাদের পলাশ প্রমুখ। বক্তারা বলেন, যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তারা কোনোভাবেই সঠিক নয়।