ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজছাত্রকে অপহরণ করেছিল তার বন্ধুসহ একটি চক্র। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করল পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ তথ্য জানান। আটকরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান (২৮), মাদারগঞ্জ পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫) ও সালন্দর ইউনিয়নের তেলীপাড়া এলাকার আবদুর রাজ্জাকের মেয়ে রত্না আক্তার ইভা (১৯)। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে রাতেই সিজানের বাসার পেছনে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করা হয়।
তারা জানায়, রত্না অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গতকাল সকালেই আটক সিজানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
নিহতের স্বজনরা জানায়, ২৩ ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর কয়েক দফায় মুক্তিপণ দাবি করে ২৫ লাখ টাকা নেয় অপহরণকারীরা।