কুমিল্লার হোমনায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ওই গ্রামের জামান মিয়ার ছেলে। গতকাল একটি অটোরিকশা গ্যারেজের পেছন থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বিল্লাল অটোরিকশা চালাতেন। পরিবারের অভিযোগ, ইয়াবা সেবন ও মাদক ব্যবসায় রাজি না হওয়ায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। বিল্লালের বাবা ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, নিহতের স্বজনরা একেক সময় একেক কথা বলছেন।