নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রী অপহরণে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জড়িতদের আটকে কাজ করছে।
ওই স্কুলছাত্রী মুন্সিপাড়ায় নানা বাড়ি থেকে স্কুলে পড়াশোনা করে আসছিল। দীর্ঘদিন ধরে কাফুরিয়া পশ্চিম মেরির চর আজিজুর রহমান (১৭) প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করত। বুধবার স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বের হয়। স্কুল গেটের সামনে পৌঁছলে আজিজুর ও সহযোগীরা তাকে সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।