গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ ববিতা খাতুন (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শ্রীপতিপুর মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ববিতা খাতুন ওই এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ। তিনি বলেন, ববিতার বাড়িতে খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।