নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লাঠি মিছিল করেছেন ব্যবসায়ীরা। শহরের নয়ামাটি, করিম মার্কেট ও গুলশান হল এলাকার হোসিয়ারি পল্লীর ব্যবসায়ীরা গতকাল এ কর্মসূচি পালন করেন। পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বক্তৃতা করেন- বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। সদর মডেল থানার ওসি নাছির আহমেদ বলেন, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।