নোয়াখালীর চৌমুহনীতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সোনিয়া (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানা পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় ছোট সাদিপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বলেন, আদালতের পরোয়ানা অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।