টাঙ্গাইলে স্কুলবাসে ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। আটকরা হলেন- আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, মো. হাসানুর, আয়নাল ও তহিদুল ইসলাম। গতকাল পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্কুলবাসে ডাকাতির পর পুলিশ জড়িতদের ধরতে অভিযান শুরু করে। একপর্যায়ে ডাকাতদের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে শনাক্ত করা হয়।