কুড়িগ্রাম জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে গড়ে ওঠা কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও ওরিয়েন্টশন সেশন গতকাল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের অডিটরিয়াম ভবনে এ অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান।