সাহরি থেকে ইফতার, পবিত্র রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্পর্ক ও একাত্মতার কথা স্মরণ করিয়ে দেয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই মূল্যবান সময়ে আমাদের আরও অনুসঙ্গ হয়ে থাকে-প্রিয়জনদের সঙ্গে আলাপন, ধর্মীয় কনটেন্ট দেখার পাশাপাশি তা পালন ও উপলব্ধি। ঈদকে সামনে রেখে এ সময়টাতে আরও বৃদ্ধি পায় অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে বিভিন্ন কেনাকাটা।
ঐতিহ্যগতভাবেই রমজানের সময়টাতে মার্কেটগুলোতে ভোক্তাদের আনাগোনা বৃদ্ধি পায়। এর ব্যতিক্রম নয় টেক, গ্যাজেট কিংবা মোবাইলের বাজারও। এক্ষেত্রে স্মার্টফোনপ্রেমীদের অগ্রাধিকারে থাকে টেকসই, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ভালো ডিসপ্লের একটি স্মার্টফোন। ব্র্যান্ডগুলোতে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এ সময় বিভিন্ন ধরনের স্পেশাল অফার ও ডিসকাউন্ট ঘোষণা করা হয়ে থাকে। তাই অধিকতর ভালো একটি স্মার্টফোন নিজের করে পাওয়ার জন্য রমজান-ই সেরা সময়। তবে বাজারের বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে উপযুক্ত সেরা স্মার্টফোন বেছে নেওয়া গ্রাহকদের নিঃসন্দেহে এক ধরনের চ্যালেঞ্জ।
এবারের রমজানের বাজারে কোয়ালিটি ও অফারের বিবেচনায় সবচেয়ে আলোচিত ডিভাইসগুলোর একটি ‘রিয়েলমি সি৭৫’। এটির রয়েছে ‘ইন্ডাস্ট্রি লিডিং’ সার্টিফিকেশনস। দামের তুলনায় এই ঘরানার স্মার্টফোনগুলোর মধ্যে এই ডিভাইসেই একমাত্র রয়েছে- মেলেটারি-গ্রেড শক রেজিজট্যান্স টেস্ট সার্টিফিকেটসহ টিইউভি রেই’ল্যান্ড সার্টিফিকেশন। যেখানে অন্য প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন ব্র্যান্ডগুলো বেশ পিছিয়ে রয়েছে। ‘রিয়েলমি সি৭৫’-এর রেই’ল্যান্ড সার্টিফিকেশন পানি, ধুলো ও শক থেকে ব্যবহারকারীদের বাড়তি নিরাপত্তা দেয়।
এ স্মার্টফোনটি ডিসপ্লে টেকনোলজিতেও শীর্ষে রয়েছে। অন্যান্য ডিভাইসগুলোর তুলনায় ‘রিয়েলমি সি৭৫’-এ রয়েছে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি (এফএইচডি) ডিসপ্লে, যেখানে অন্য ব্র্যান্ডগুলো দিচ্ছে সর্বোচ্চ ৬.৭২ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এখানে জানিয়ে রাখা ভালো যে- এইচডি ডিসপ্লের তুলনায় এফএইচডি ডিসপ্লে অধিক স্বচ্ছ, স্পষ্ট ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দিয়ে থাকে, যা কি না ব্যবহারকারীদের ভিডিও দেখা, গেমিং এবং ফটোগ্রাফিতে অনন্য অভিজ্ঞতা প্রদান করে। বড় স্ক্রিনে দুটোর মানের পার্থক্য একেবারে স্পষ্টভাবেই ধরা পড়ে।
এছাড়া ব্যাটারি লাইফেও এগিয়ে আছে ‘রিয়েলমি সি৭৫’। এটিতে আছে ৬০০০ এমএএইচ’র বৃহৎ সক্ষমতার ব্যাটারি, যেটি সারাদিনের স্ট্রিমিং, ব্রাউজিংসহ সারাদিনের নির্বিঘ্ন ব্রাউজিং নিশ্চিত করে। পাশাপাশি ৪৫ ওয়াটের দ্রুত গতির চার্জিং সুবিধা এই ডিভাইসটিকে অন্যান্যদের তুলনায় অনন্য করে তুলেছে। কারণ একই ঘরানার ভিন্ন ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের কম সক্ষমতা কিংবা ধীরগতির চার্জিং ফিচার দিচ্ছে।
প্রধান প্রধান ফিচারের পার্থক্যগুলো ছাড়াও অনেক খুঁটিনাটি বিষয়েও এগিয়ে আছে রিয়েলমি’র এই স্মার্টফোন। প্রিমিয়াম ডিজাইন এবং বৈচিত্র্যময় ফিচারকে সঙ্গী করে ‘রিয়েলমি সি৭৫’ এর বাজার মূল্য মাত্র ১৯,৯৯৯ টাকা। যা বেশ সাশ্রয়ী এবং প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলোর তুলনায় বেশ কম।
আইপি৬৯ সার্টিফিকেশনসহ গ্রাহক-বান্ধব বাজারমূল্য ‘রিয়েলমি সি৭৫’কে বাজারের সবচেয়ে কাঙ্ক্ষিত স্মার্টফোনগুলোর একটিতে পরিণত করেছে। বেস্ট ‘ভ্যালু-ফর-মানি’ এই ডিভাইসটি এ রমজানে নিঃসন্দেহে রিয়েলমিপ্রেমীদের দেবে সেরা পারফরম্যান্স, স্থায়িত্ব এবং অনন্য স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা।
বিডি প্রতিদিন/