মাল্টিন্যাশনাল কোম্পানি (এমএনসি) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শিরোপা জিতেছে রবি আজিয়াটা পিএলসি।
বুধবার (১৪ মে) বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনালে তারা গ্রামীণফোনকে ৪৪ রানে হারায়। রবির হয়ে ওপেনার জামিউল হক অন্তু ৬৬ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ম্যাচ’, ‘সেরা ব্যাটসম্যান’ ও ‘টুর্নামেন্ট সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়। রবির অধিনায়ক শাকিব আহমেদ বলেন, এ জয় শুধু মাঠেই নয়, কর্মজীবনেও একতার প্রতিফলন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ