ঈদ উদযাপন উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২'র অংশ হিসেবে ‘আবারো মিলিয়নিয়ার’ ব্র্যান্ডিং কার্যক্রম ও আনন্দ র্যালি।
বৃহস্পতিবার (১৫ মে) গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে শুরু হয়ে শিববাড়ী মোড় ঘুরে র্যালিটি হোটেলেই শেষ হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালির উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে অংশ নেন মেহেদী হাসান মিরাজ, অভিনেতা আমিন খান, ওয়ালটনের কর্মকর্তারা ও খুলনা জোনের পরিবেশকরা। একইদিনে দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় অনুষ্ঠিত হয় ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ১০ লাখ টাকা জেতার সুযোগ থাকছে। ঈদ উপলক্ষে বাজারে এসেছে নতুন আইওটি ও এআই প্রযুক্তিনির্ভর রেফ্রিজারেটর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ