মহান স্বাধীনতাযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি মেজর (অব.) এম এ জলিলের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর মিরপুর কবরস্থানে এবং গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য মরহুমের বড় মেয়ে ব্যারিস্টার সারাহ জলিল সবাইকে অনুরোধ জানিয়েছেন।