মানিকগঞ্জে স্কুল বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনার তিন দিন পর দগ্ধ চালক পারভেজ খানের (৪৫) মৃত্যু হয়েছে।
গতকাল সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শুক্রবার মাঝ রাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভিতরে থাকা চালক পারভেজ খান দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তিন দিন পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।