২৭তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম থেকে নবম শ্রেণির স্কুল ও মাদ্রাসার ৯১ কেন্দ্রে ৩৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। ১৫ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ২৭ বছরে ধরে বেসরকারিভাবে বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে কাজ করছে এ প্রতিষ্ঠান। বিজয়ীদের সনদসহ আর্থিক অনুদান দেওয়া হয়। কেন্দ্র পরিদর্শন করেন সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ জয়নুল আবেদীন জুবাইর, ড. আবদুল্লাহ আল মারুফ, স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, জসিম উদ্দিন তৈয়্যবী, হাফেজ আহমদ, মাঈনুদ্দীন চৌধুরী হালিম, শাবি অধ্যাপক এমদাদুল হক প্রমুখ।