চুয়াডাঙ্গার বুকচিড়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদী দখল দূষণের হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এ দাবিতে গতকাল সকালে শহরের শহীদ হাসান চত্বর এলাকার পুরাতন মাথাভাঙ্গা ব্রিজের ওপর মানববন্ধন কর্মসূচি পালন করেন বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা। এ সময় তারা নদী দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে অংশ নেন মাথাভাঙ্গা নদী বাঁচাও কমিটির নেতারা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী ও উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান। এ সময় শাহজাহান আলী বলেন, ‘এক সময় এই মাথাভাঙ্গা নদীতে চলত লঞ্চ-স্টিমার। এই নদীর তীরেই গড়ে উঠেছিল গোটা জনপদ। অথচ চুয়াডাঙ্গার সেই অস্তিত্ব আজ বিপন্নের পথে।’ উদীচী চুয়াডাঙ্গার সভাপতি হাবিবি জহির রায়হান বলেন, শহরের বাসাবাড়ির ময়লা আবর্জনা তো বটেই, বাজারের মাছ-মাংস ও সবজি বাজারের বর্জ্যও এই নদীতে ফেলা হয়। এটি যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।’ উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, সহসভাপতি মুন্সি আবু সাইফ, অর্থ সম্পাদক পলাশ কুমার সাহা, প্রচার-প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা রানা, দপ্তর সম্পাদক শেখ লিটন, ক্রীড়া সম্পাদক সালমান ফার্সি, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল্লাহ আল সাদিক প্রমুখ।
কার্যকরী সদস্য মিকাইল হোসেন, রাসেল আলী, সামিউল ইসলাম এবং নাফিস আহমেদ। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘরে সেলাই প্রশিক্ষক লিজা হুসাইনের নেতৃত্বে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।